নয়াদিল্লি: এবারের বাজেট অধিবেশনে লোকসভার আর উঠলই না সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব। অচলাবস্থার মধ্যেই  লোকসভা ও রাজ্যসভা এদিন অনির্দিষ্টকালের জন্য মুলতুবী হয়ে গেল। সেই সঙ্গে শেষ হল এবারের বাজেট অধিবেশন। বিভিন্ন ইস্যুতেই উত্তপ্ত ছিল এবারের বাজেট অধিবেশন। লোকসভায় কাবেরী নদী ম্যানেজমেন্ট বোর্ড গঠন নিয়ে কংগ্রেস ও এআইএডিএমকে সদস্যদের এবং অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার দাবিতে টিডিপি সদস্যদের বিক্ষোভ দেখা গেল বাজেট অধিবেশনের শেষ দিনে।
এদিন প্রশ্নোত্তর পর্বের শুরুতেই বিক্ষোভকারী সদস্যরা স্লোগান দিতে শুরু করেন। অধ্যক্ষ সুমিত্রা মহাজন বারেবারেই সদস্যদের শান্ত হওয়ার আর্জি জানালেও তাতে কাজ হয়নি। তিনি বলেন, আজ এই অধিবেশনের শেষ দিন, আপনারা আলোচনার জন্য প্রস্তুত না থাকলে সভা অনির্দিষ্টকালের জন্য মুলতুবী করে দেওয়া হবে।
অধ্যক্ষ আরও বলেন, তিনি অনাস্থা প্রস্তাবের নোটিশ উত্থাপন করতে চান। কিন্তু এই বিশৃঙ্খল পরিস্থিতিতে তা সম্ভব হয়নি।
এদিন সভায় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এদিন সভার কাজ শুরু হওযার সঙ্গে সঙ্গে এআইএডিএমকে এবং কংগ্রেস সাংসদরা প্ল্যাকার্ড হাতে ওয়েলে নেমে আসেন। এআইএডিএমকে সদস্যরা অবিলম্বে কাবেরী নদী ম্যানেজমেন্ট বোর্ড গঠনের দাবি জানান। অন্যদিকে, কর্নাটকের কয়েকজন কংগ্রেস সাংসদ এর বিরোধিতা করেন।
টিডিপি সদস্যরাও ওয়েলে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে পড়েন।
রাজ্যসভাও এদিন অনির্দিষ্টকালের জন্য মুলতুবী করে দেওয়া হয়। এবার পুরো অধিবেশন জুড়েই বিক্ষোভ-প্রতিবাদের কারণে সভার কার্যাবলী ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। চেয়ারম্যান বেঙ্গাইয়া নাইডু প্ল্যাকার্ড, পতাকা দেখিয়ে এবং স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন।