নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের পর নতুন ক্রীড়ামন্ত্রী হলেন কর্নেল রাজ্যবর্ধন সিংহ রাঠৌর। তিনিই প্রথম ক্রীড়ামন্ত্রী যিনি অলিম্পিকে পদক জিতেছেন। ২০০৪ সালে এথেন্স অলিম্পিকে ডাবল ট্র্যাপ শ্যুটিংয়ে ভারতের প্রথম ব্যক্তিগত রুপোর পদক পেয়েছিলেন রাজ্যবর্ধন। তিনি এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ছিলেন। আজ বিজয় গোয়েলের বদলে ক্রীড়ামন্ত্রী হলেন রাজ্যবর্ধন। গোয়েল সংসদ বিষয়ক রাষ্ট্রমন্ত্রী হয়েছেন।
সেনাবাহিনীর মার্কসম্যানশিপ বিভাগে থাকার সময় ন’য়ের দশকের মাঝামাঝি সময় থেকে দিল্লির তুঘলকাবাদে শ্যুটিং অনুশীলন শুরু করেন রাজ্যবর্ধন। সেনাবাহিনীর শ্যুটিং রেঞ্জে অনুশীলনের সুফল হিসেবে ২০০৩ সালে সিডনিতে অনুষ্ঠিত হওয়া শ্যুটিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জেতেন তিনি। এরপর অলিম্পিকে ইতিহাস গড়েন। ভারতীয় সেনাবাহিনীর সদস্য হিসেবে দু বছর কাশ্মীরে জঙ্গিদের মোকাবিলা করেছিলেন তিনি। তাঁর মায়ের বিশ্বাস, অলিম্পিকের সময় সেই অভিজ্ঞতা কাজে লেগেছিল। ২০১৩ সালে বিজেপি-তে যোগ দেন রাজ্যবর্ধন। এরপর সাংসদ, রাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এবার মন্ত্রী হলেন এই শ্যুটার।
নতুন ক্রীড়ামন্ত্রী হলেন রাজ্যবর্ধন রাঠৌর
Web Desk, ABP Ananda
Updated at:
03 Sep 2017 04:34 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -