গত ৯ মার্চ আদালত রাখীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গতবছর এক অনুষ্ঠানে রামায়ণের রচয়িতা ঋষি বাল্মিকী সম্পর্কে অশালীন মন্তব্য করে মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেন রাখী। এরপর তাঁর বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করা হয়। গত ৯ মার্চ শুনানির দিন আদালতে উপস্থিত না থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
প্রসঙ্গত, গতবছর একটি বেসরকারি টিভি চ্যানেলে এক অনুষ্ঠানে গিয়ে রাখী বলেন, ঋষি বাল্মিকী প্রথমে একটি খুন করেছিলেন, পরে তিনি রামায়ণ রচনা করেন। পরিস্থিতি মানুষকে বদলে দেয়। এরপর তিনি বাল্মিকীকে গায়ক মিকা সিংহের (যিনি একসময় রাখীকে জোর করে ধরে প্রকাশ্যে চুম্বন করেছিলেন)সঙ্গে তুলনা করেন। রাখী দাবি করেন, ঋষি বাল্মিকীর মতোই মিকা প্রথমে ভাল ছিলেন না, কিন্তু পরে নিজেকে বদলে ফেলেন।