লখনউ: অযোধ্যায় যা ঘটেছে, তা রাম-ভক্তরাই করেছেন। ভবিষ্যতেও ঘা ঘটবে, তা-ও রামভক্তরাই ঘটাবেন। এমনটাই জানালেন ‘ফায়ারব্যান্ড’ বিজেপি নেতা যোগী আদিত্যনাথ।


এদিন সাংবাদিক সম্মেলনে রাম মন্দির ও অযোধ্যা প্রসঙ্গে বলতে গিয়ে গোরক্ষপুরের সাংসদ বলেন, অযোধ্যায় যা ঘটেছে, তা ঘটিয়েছেন রাম-ভক্তরাই। ভবিষ্যতেও যা করা হবে, সেটাও রাম ভক্তরাই করবেন। যদিও, এই বিষয়ে কোনও প্রকার ব্যাখ্যা দেননি তিনি।


নির্বাচনী ইস্তেহারে বিজেপি জানিয়েছে, রাম মন্দির ইস্যুটি আইন ও সংবিধানের বিধি অনুযায়ী সমাধান করা হবে। বিজেপির ধর্মনিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্ন তুলে আক্রমণ করেছে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি।


এদিন সপা-বসপাকে পাল্টা একহাত নেন আদিত্যনাথ। বলেন, এই দলগুলি সব কাজের মধ্যে ধর্ম ও জাতপাত নিয়ে আসে। তা সত্ত্বেও নিজেদের ধর্মনিরপেক্ষ বলে দাবি করে।


আরেক বিজেপি সাংসদ হুকুম সিংহের তোলা প্রসঙ্গও উত্থাপন করেন আদিত্যনাথ। জানান, পশ্চিম উত্তরপ্রদেশে হিন্দুদের হুমকি দিয়ে ভিটেমাটি ছাড়তে বাধ্য করছে অন্য একটি সম্প্রদায়। তিনি বলেন, বহু জায়গা চিহ্নিত হয়েছে, যেখানে এই ঘটনা ঘটছে। বৈষম্য স্পষ্ট বোঝা যাচ্ছে। ফলে, জনসংখ্যার ভারসাম্য নষ্ট হচ্ছে।


পাশাপাশি, তিন তালাক নিয়েও এদিন মুখ খোলেন আদিত্যনাথ। বলেন, মহিলাদের অধিকার রক্ষা এবং তাঁদের ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, শরীরের একটি দিক দুর্বল হলে, শরীর শক্তিশালী হতে পারে না।