নয়াদিল্লি: ট্যুইটারে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী সহ দেশের প্রাক্তন তিন প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি পোস্ট করে বিতর্কিত মন্তব্য বলিউড পরিচালক রাম গোপাল ভার্মার। বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন রাম গোপাল। এবার  দেশের তিন প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখর, পিভি নরসিমা রাও এবং অটলবিহারী বাজপেয়ী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করলেন তিনি।

একের পর এক ট্যুইট করে রামগোপাল নাম না করে তিন প্রাক্তন প্রধানমন্ত্রীকে ‘পিছনের বেঞ্চে বসা’ (ব্যাক বেঞ্চার্স), ‘খারাপ’ ও ‘মহিলাদের প্রতি শ্রদ্ধাহীন’ বলে মন্তব্য করেছেন।

ট্যুইটারে যে ছবি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে সংসদে হাল্কা মেজাজে গল্প করছেন নরসিমা, চন্দ্রশেখর ও বাজপেয়ী। তাঁদের সামনের আসনে বসে রয়েছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী।

রামগোপালের ট্যুইট, 'স্কুল বা সংসদ, ব্যাক বেঞ্চাররা সব সময়ই খারাপ। জানি না এই তিনজন কারা কিন্তু তাঁদের খুব খারাপ দেখাচ্ছে’।

অন্য একটি ট্যুইটে রামগোপাল লিখেছেন, ‘এই ছবি ভারতীয় পুরুষদের মহিলাদের প্রতি শ্রদ্ধাহীন মনোভাবেরই প্রতিফলন। পুলিশের তদন্ত করে দেখা উচিত, এই তিনজন কে’।

ছবিতে তিন প্রাক্তন প্রধানমন্ত্রীকে না চেনার ভান করে আরজিভি তাঁদের বিরুদ্ধে সনিয়া সম্পর্কে ‘অশ্লীল’ ঠাট্টা মস্করা করারও অভিযোগ করেছেন।









বলিউডের এই পরিচালক এর আগেও রজনীকান্ত বা গণেশ দেবতা নিয়েও ট্যুইট করে বিতর্কে জড়িয়েছেন। এবার তিন প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে তিনি যে ট্যুইট করেছেন তা তাঁর আগামী সিনেমা ‘সরকার ৩’-র প্রোমোশনের একটা পন্থা কিনা, তা এখনও স্পষ্ট নয়। ‘সরকার ৩’-তে অভিনয় করছেন অমিতাভ বচ্চন।