মুম্বই: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল যেভাবে সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চেয়েছেন, তা দেশবাসী ভালভাবে নেননি। গোটা দেশের সমালোচনার মুখে পড়ে কেজরী দাবি করেন, কোনও প্রমাণ চাননি, বরং পাকিস্তানের মুখোশ খোলার কথা বলেন তিনি। কিন্তু তাতে চিঁড়ে যে মোটেই ভেজেনি তার প্রমাণ রামগোপাল ভার্মার টুইট।

‘সত্য’, ‘সরকার’-এর মত অজস্র ছবির পরিচালক টুইটারে বলেছেন, মাফলার গলায় কেজরীর ছবি দেখে তাঁর বানরের কথা মনে হত। কিন্তু যেভাবে তিনি সেনাবাহিনীর ব্যাপারে মন্তব্য করেছেন, তাতে রামুর এখন স্থির বিশ্বাস, কেজরী আসলে বানরই।






কেজরীবাল অবশ্য এখন এই ইস্যুতে মুখ বন্ধ করে রাখার পথেই হাঁটছেন।