অযোধ্যা: মন্দির নির্মাণ নিয়ে বিজেপির ওপর চাপ বাড়ালেন অযোধ্যার রাম জন্মভূমির মুখ্য পূজারী আচার্য সত্যেন্দ্র দাসজী মহারাজ। তিনি বলেছেন, মন্দির নির্মাণের কাজ শুরু না করলে ২০১৯-র লোকসভা ভোটে বিজেপিকে হারের মুখে পড়তে হবে। তাঁর আরও দাবি, সম্প্রতি ভোটে বিজেপির হারের পিছনে রয়েছে শ্রীরামের 'কোপ'।
আচার্য সত্যেন্দ্র দাস বলেছেন, 'বিজেপি শ্রীরামের সঙ্গে এক ধরনের ধোঁকাবাজি করেছে এবং রামের নামে ক্ষমতায় এসে তাঁকেই ভুলে গিয়েছে। ২০১৯-র লোকসভা ভোটে জিততে চাইলে বিজেপিকে মন্দির তৈরির কাজ শুরু করতে হবে। না হলে এর মাশুল দিতে হবে'।



আচার্য সত্যেন্দ্র দাস আরও বলেছেন, যেখানেই যত ভোট হয়েছে, সেখানে বিজেপি হেরেছে। এজন্য এই হার থেকে বিজেপির শিক্ষা নেওয়া উচিত।
উল্লেখ্য, রাম জন্মভূমি বিবাদের মামলার সুপ্রিম কোর্টে শুনানি চলছে।