নয়াদিল্লি: অযোধ্যা জমি বিতর্কের রায় ঘোষণা হয়েছে ৯ নভেম্বর। তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের ডিভিশন বেঞ্চ সর্বসম্মতিতে রায় ঘোষণা করে জানায়, ওই বিতর্কিত জমির মালিক রামলালা বিরাজমান। একই সঙ্গে শীর্ষ আদালত এও জানায়, সুন্নি ওয়াকফ বোর্ডকে মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর জমিও দেওয়া হবে। সরকার অযোধ্যায়ই সুন্নি ওয়াকফ বোর্ডকে মসজিদ তৈরির জন্য জমি দেবে এবং একই সঙ্গে ট্রাস্ট গঠন করে রামের জন্মভূমিতে রামমন্দির নির্মাণের কাজ শুরু করবে। শীর্ষ আদালতের রায়ের এই কপিই এবার তুলে দেওয়া হবে রামলালার হাতে।


আগামী ২৪ নভেম্বর শীর্ষ আদালতের রায়ের কপি রামলালা বিরাজমানকে তুলে দেবেন আইনজীবীরা। সূত্রের খবর, যারা অযোধ্যা জমি বিতর্কে রামলালার হয়ে মামলা লড়েছেন সেই সকল আইনজীবীদের ওই দিন উপস্থিত থাকবেন। তাঁদের সঙ্গে থাকবেন বিশ্ব হিন্দু পরিষদের নেতারাও।


জানা গিয়েছে, রামলালাকে শীর্ষ আদালতের রায়ের কপি তুলে দেওয়ার আগে ১২জন আইনজীবীকে সংবর্ধনাও দেওয়া হবে। এই সংবর্ধনা অনুষ্ঠানে থাকবেন প্রবীণ আইনজীবী কেশব পরাশরন। বিশ্বহিন্দু পরিষদের নেতারাও এই অনু্ষ্ঠানে থাকবেন বলে জানা গিয়েছে। ২৩ নভেম্বর করসেবকপুরমে এই সংবর্ধনা অনুষ্ঠানটি হবে ।