লখনউ: বছরখানেক আগে কোনও এক অজ্ঞাত কারণে হঠাৎই অযোধ্যায় দশেরার সময় অনুষ্ঠিত হওয়া রামলীলা বন্ধ করে দেওয়া হয়। সূত্রের খবর, এবছর দশেরায় ফের ফিরতে চলেছে রামলীলা অভিনয়। অন্তত এমনই নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

এছাড়া উপরি পাওনা হিসেবে মথুরার রাসলীলা এবং চিত্রকূটে ভজন সন্ধ্যার অনুষ্ঠানও এবছর হবে বলে জানা গিয়েছে। আজকের এক বৈঠকে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন আদিত্যনাথের দফতরের এক উচ্চপদস্থ আধিকারিক।

রামলীলায় মূলত নাটকের মাধ্যমে ভগবান রামের জীবনকাহিনী অভিনয় করে দেখানো হয়। মহাকাব্য রামায়ণের অবলম্বনে হয় এই রামলীলা। একইরকম ভাবে রাসলীলায় ভগবান শ্রীকৃষ্ণের জীবনকাহিনী নৃত্যনাট্যের মাধ্যমে অভিনয় করে দেখানো হয়।



এছাড়া এবার থেকে কাশী বিশ্বনাথ মন্দিরে ই-পুজা, ই-ডোনেশন দেওয়ার ব্যবস্থার কথাও বলা হয়েছে। কৈলাস মানস সরোবর যাত্রা এবং সিন্ধু যাত্রা করতে হলে শরণার্থীরা অনলাইনেই আবেদন করতে পারবেন। উত্তরপ্রদেশে বিভিন্ন বিখ্যাত মন্দিরের সামনেও চারটি লেন বিশিষ্ট রাস্তা তৈরির নির্দেশ দিয়েছেন আদিত্যনাথ সরকার।