জঙ্গি হামলার শঙ্কা, রাম মাধব, বিজেপির ত্রিপুরার ভারপ্রাপ্ত ইনচার্জকে ভিআইপি সুরক্ষা
Web Desk, ABP Ananda | 28 Feb 2018 05:26 PM (IST)
নয়াদিল্লি: ভোট হয়ে গিয়েছে ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়ে। ফল প্রকাশ বাকি। কিন্তু গোটা নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার আগে জঙ্গি হামলার আশঙ্কায় বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধব ও দলের ত্রিপুরার ভারপ্রাপ্ত সুনীল দেওধরকে ভিআইপি নিরাপত্তা কভার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। জঙ্গিরা তাঁদের প্রাণনাশের চেষ্টা করতে পারে বলে কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সিগুলি হুঁশিয়ারি দিয়েছে। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সম্প্রতি মাধবকে ওয়াই ক্যাটাগরি ও দেওধরকে এক্স পর্যায়ের সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে। তাঁরা উত্তরপূর্বের যে রাজ্যেই সফরে যাবেন, তাঁদের সুরক্ষা দিতে বলা হয়েছে সিআরপিএফকে। মাধব বিজেপির উত্তরপূর্বের জেনারেল সেক্রেটারি ইন চার্জও। সূত্রের খবর, মাধবের নিরাপত্তার ভার নিয়েছে ৮-১০ জন সশস্ত্র কম্যান্ডোর একটি দল। দেওধরকে ঘিরে থাকছে ৫-৭ জন সিআরপিএফ জওয়ান। যদিও সূত্রের দাবি, দুজনকে আলাদা সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত একেবারেই সাময়িক, কয়েক মাসের জন্য। পরে রিভিউ করে বিশেষ সুরক্ষা প্রত্যাহারও করে নেওয়া হতে পারে।