কোবিন্দের নাম এনডিএ প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। কোবিন্দ দলিত সম্প্রদায়ের প্রতিনিধি। প্রধানমন্ত্রী ট্যুইট করে তাঁকে শাসক জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণায় সমর্থন করে লেখেন, রামনাথ কোবিন্দ কৃষকের সন্তান। সমাজের নীচুতলা থেকে উঠে এসেছেন। জনসেবায় নিজের জীবন উত্সর্গ করেছেন, গরিব ও প্রান্তিক জনগণের হয়ে কাজ করেছেন। রাষ্ট্রপতি হওয়ার পরও গরিব, পিছিয়ে পড়া, সমাজে কোণঠাসা মানুষের পক্ষে জোরালো কন্ঠস্বর হয়ে থাকবেন।
আইনের দুনিয়ায় শ্রী কোবিন্দের যে গভীর জ্ঞান, উপলব্ধি আছে, সংবিধান যতটা ভালভাবে উনি বোঝেন, তা দেশের কাজে লাগবে, এও বলেছেন প্রধানমন্ত্রী।
আগামীকাল বিকালে কোবিন্দ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন।
৭৩ বছর বয়সি কোবিন্দ কানপুরের দলিত নেতা। দুবার উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন। আগে বিজেপি মুখপাত্রের দায়িত্ব সামলেছেন। কাজ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবেও। তাঁকে 'মৃদুভাষী, পড়াশোনা জানা অভিজ্ঞ ব্যক্তিত্ব' বলে উল্লেখ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামানি।