চণ্ডীগড়: সিবিআই আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হল জোড়া ধর্ষণে দোষী সাব্যস্ত ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমীত রাম রহিম। এদিকে, আগাম জামিনের আবেদন করে হাইকোর্টে আবেদন জানালেন হনিপ্রীত ইনসান।


দুই শিষ্যাকে ধর্ষণ করার দায়ে স্বঘোষিত গডম্যানকে গত ২০ অগাস্ট ২০ বছরের জেল হাজতের সাজা দেয় পাঁচকুলার বিশেষ সিবিআই আদালত। এদিন রাম রহিমের আইনজীবী বিশাল গর্গ নারওয়ানা জানান, সিবিআই আদালতের রায়কে চ্যালেঞ্জ করে এদিন পঞ্জাব ও হরিয়ানা উচ্চ আদালতে আবেদন করা হয়েছে।


এদিন রাম রহিমের আইনজীবী জানান, তাঁদের আবেদনের মূল ভিত্তি হল, ঘটনার ৬ বছর পার করার পর সিবিআই নির্যাতিতাদের বয়ান রেকর্ড করেছে। তাঁর আরও দাবি, সিবিআই ওই মহিলাদের বয়ানের কিছু অংশ প্রকাশ করেনি।


এদিকে, গুরমীত রাম রহিম যেদিন রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করল, ঠিক সেদিনই দিল্লি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলেন তারই পলাতক পালিতা কন্যা প্রিয়ঙ্কা তানেজা ওরফে হনিপ্রীত ইনসান। সিরসা ও পাঁচকুলার হিংসায় অন্যতম অভিযুক্ত হনিপ্রীত। তাঁর নামে লুকআউট নোটিসও রয়েছে। তাঁকে ওয়ান্টেড তালিকার শীর্ষে রেখেছে হরিয়ানা পুলিশ। বর্তমানে তাঁকে খোঁজার জন্য ভারত-নেপাল সীমান্তে চলছে জোর তল্লাশি।