নয়াদিল্লি: খোঁজ মিলল ‘পাপা কী পরী’ হনিপ্রীত ইনসানের। অন্তত এমনটাই দাবি করছে পুলিশ।


খবরে প্রকাশ, স্বঘোষিত গডম্যান গুরমীত রাম রহিমের পালিতা কন্যা হনিপ্রীত বর্তমানে লুকিয়ে রয়েছে নেপালের বিরাটনগরে। আরও জানা গিয়েছে, যে বাড়িতে হনিপ্রীত লুকিয়ে রয়েছে, তার মালিক প্রীতম সিংহ নামে এক ব্যক্তির।


হরিয়ানা পুলিশের দাবি, এই প্রীতম সিংহ আবার জেলবন্দি ডেরা সচ্চা সৌদা প্রধান রাম রহিমের অন্ধ-ভক্ত তথা ঘনিষ্ঠ সহযোগী। জানা গিয়েছে, বাড়িটি বিরাটনগর শহরের মধ্যে একটি ‘পঞ্জাবি পেট্রল পাম্প’ লাগোয়া।


খবরে প্রকাশ, প্রথমে হনিপ্রীত ধরন ও ইটাহারিতে আত্মগোপন করেছিল। কিন্তু, পুলিশ সেই জায়গার হদিস পাওয়ায় কালবিলম্ব না করে সেখান থেকে বিরাটনগরে প্রীতম সিংহের বাড়িতে গিয়ে ওঠে হনিপ্রীত।


এর আগে, হনিপ্রীতের খোঁজে নেপাল সীমান্ত লাগোয়া লখিমপুর খেরিতে গিয়েছিল হরিয়ানা পুলিশের টিম। কিন্তু, সেখান থেকে খালি হাতে ফিরতে হয় তাদের। তারপর থেকেই বিভিন্ন সূত্রকে হাতিয়ার করে ক্রমাগত হনিপ্রীতের খোঁজ চালাচ্ছে পুলিশ।


এদিকে, হরিয়ানা পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) এদিন ডেরা চেয়ারপার্সন বিপাসনা ইনসানকে জেরা করে। হরিয়ানা পুলিশের তরফে জানানো হয়েছে, এদিন প্রায় তিন-ঘণ্টা ধরে বিপাসনাকে জেরা করেন গোয়েন্দারা।


ধর্ষণের মামলায় ডেরা প্রধানকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণার পর পাঁচকুলা ও সিরসায় ঘটা হিংসার ঘটনা নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। পাশাপাশি, হনিপ্রীতের সঙ্গে তাঁর যোগাযোগ আছে কি না, তাও জানতে চাওয়া হয় বিপাসনার কাছে।