বেঙ্গালুরু: প্রবীণ তোগাড়িয়ার পর প্রমোদ মুথালিক। হিন্দু সংগঠনগুলিই এবার আরএসএসের দিকে অভিযোগের আঙুল তুলছে। শ্রী রাম সেনা প্রধান মুথালিক অভিযোগ করেছেন, কর্নাটকের আরএসএস নেতারা খুন করতে চান তাঁকে।
২০০৯-এর ম্যাঙ্গালোর পাবে অশান্তির জেরে খবরের শিরোনামে আসেন মুথালিক। তাঁর অভিযোগ, আগে তিনি যে সংগঠনের সদস্য ছিলেন, সেই আরএসএসের প্রাক্তন সহকর্মীরা খুন করতে চান তাঁকে। এক সাক্ষাৎকারে শ্রী রাম সেনা প্রতিষ্ঠাতা বলেছেন, তিনি তাঁর শত্রুদের ভালভাবে চেনেন। কংগ্রেস, কমিউনিস্ট, বুদ্ধিজীবীরা- সকলে তাঁর শত্রু। কিন্তি তাঁদের তিনি চেনেন। তারা তাঁর বিরুদ্ধে কাজ করে। কিন্তু তিনি ভয় পাচ্ছেন নিজের লোকেদের, তারা তাঁর ক্ষতি করতে পারে। তারা পিছনে ছুরি মারতে ওস্তাদ। প্রবীণ তোগাড়িয়ার সঙ্গে যা ঘটেছে তা তাঁর সঙ্গেও ঘটতে পারে।
আরএসএসের দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলে আগুনখেকো এই হিন্দুত্ববাদী নেতা বলেছেন, কর্নাটকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শীর্ষ নেতা মঙ্গেশ ভেন্দে তাঁকে পছন্দ করেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার ও ধারওয়াড়ের সাংসদ প্রহ্লাদ জোশীর সমর্থন রয়েছে তাঁর সঙ্গে। তাঁরা তাঁকে উত্তর কর্নাটকে চান না।
তাঁর জনপ্রিয়তায় এঁরা শঙ্কিত বলে মুথালিকের অভিযোগ। এঁরা চান না, অন্য কারও খ্যাতি হোক। এঁদের দাস মনোবৃত্তি। আরএসএসে থাকাকালীন ও আরএসএস ছেড়ে বেরিয়ে আসার পরেও তাঁর জনপ্রিয়তা কিছুমাত্র কমেনি। এই সব লোকের জন্যই সঙ্ঘ ছাড়তে বাধ্য হন তিনি।
মুথালিকের আরও অভিযোগ, তাঁর জীবনের ৪০ বছর আরএসএসে নষ্ট হয়েছে, আর তাঁর কোনও মোহ নেই। তাঁর মত হাজারো নেতা সঙ্ঘে রয়েছেন। কিন্তু তাঁরা কিছু করতে পারেন না। আরএসএস মুখে হিন্দু একতার কথা বলে। কিন্তু নিজেদের লোকেদেরই পছন্দ করে না। এভাবে একতা হবে কী করে।
তবে হিন্দুত্বের ওপর তাঁর বিশ্বাসে এতটুকু চিড় খায়নি। জানিয়েছেন মুথালিক।
অল্পদিন আগে শিবসেনায় যোগ দিয়েছেন মুথালিক। এ বছর বিধানসভা ভোটে বিজেপিকে শিক্ষা দেওয়ার শপথ নিয়েছেন তিনি। যদিও বিজেপি, আরএসএস মুখ খোলেনি তাঁর অভিযোগ নিয়ে।
তোগাড়িয়ার মত ভাগ্য হবে তাঁরও, আশঙ্কা রাম সেনার প্রমোদ মুথালিকের, অভিযোগ আরএসএসের দিকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Jan 2018 11:42 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -