লখনউ: উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন মাথায় রেখে দলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে সমাজবাদী পার্টি (সপা), মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদবকে তীব্র আক্রমণ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। পাশাপাশি ভোটে জিতে রাজ্যে ক্ষমতায় এলে সংবিধানের চৌহদ্দির মধ্যেই অযোধ্যায় রামমন্দির নির্মাণের যাবতীয় প্রয়াস চলবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
'লোক কল্যাণ সংকল্প পত্র' নামে দলীয় ইস্তাহারে তিন তালাক নিয়ে দলের ভাবনা সুপ্রিম কোর্টে তুলে ধরার প্রতিশ্রুতিও দেন তিনি। তিন তালাক ইস্যুতে মহিলারা চান, তাও সেখানে জানাবেন। অমিত শাহ বলেন, রামমন্দিরের প্রশ্নে দল দৃঢ় মনোভাবে নিয়েছে। সংবিধানের পরিধির মধ্যেই রামমন্দির যাতে হয়, তা সুনিশ্চিত করার চেষ্টা হবে।
পাশাপাশি উত্তরপ্রদেশে সাম্প্রদায়িক সংঘাতের জেরে ভয়ে নানা জায়গা থেকে লোকজনের ঘরবাড়ি ফেলে চলে যাওয়া আটকাতে জেলা স্তরে বিজেপি বিশেষ টিম গড়বে বলে জানান তিনি। বলেন, দলে দলে মানুষ এলাকাছাড়া হলে দায়ী থাকবেন জেলা শাসকরা। পাশাপাশি রাজ্যব্যাপী যন্ত্রচালিত কসাইখানা বন্ধ করে দেওয়া হবে, ঘোষণা করেন তিনি।
সমাজবাদী পার্টির উদাহরণ সামনে রেখেই বিজেপি সভাপতি ঘোষণা করেন, তাঁরা সরকার গড়লে রাজ্য পুলিশের ১০০ ডায়ালকে জোরদার করে রাজ্যব্যাপী ১৫ মিনিটে পুলিশের সহায়তা নিশ্চিত করবেন। সমাজবাদী পার্টির ভোট ইস্তাহারে পড়ুয়াদের ল্যাপটপ বিলির স্কিমের চেয়ে একধাপ এগিয়ে বিজেপির ইস্তাহারে প্রতিশ্রুতি রয়েছে, ১ জিবি ফ্রি ডাটা দেওয়া হবে এক বছর ধরে, বিশ্ববিদ্যালয়গুুলিতে থাকবে নিখরচায় ওয়াইফাইয়ের বন্দোবস্ত।
এছাড়া কলেজছাত্রীদের ইভটিজিংয়ের হাত থেকে রক্ষা করতে কলেজের সামনে মোতায়েন রাখা হবে অ্যান্টি-রোমিও স্কোয়াড।
অমিত শাহের দাবি, এবার তাঁরা হিন্দি বলয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্যে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বেন।
সংবিধানের চৌহদ্দি মেনেই রামমন্দির, ভোট ইস্তাহারে প্রতিশ্রুতি বিজেপির, ইভটিজিং রোধে অ্যান্টি-রোমিও স্কোয়াড ঘোষণা
Web Desk, ABP Ananda
Updated at:
28 Jan 2017 06:22 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -