উন্নাও: অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে আর অপেক্ষায় নারাজ গৈরিক শিবির। রাম মন্দিরের দিণক্ষণ ঘোষণা আগামী নভেম্বরের মধ্যেই হয়ে যাবে বলে জানিয়েছেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। তিনি বলেছেন, আগামী নভেম্বরে কর্নাটকের উদুপিতে অনুষ্ঠিত হবে ‘ধর্ম সংসদ’। ওই সংসদে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে আসবেন সাধু-সন্তরা। সেখানেই মন্দির নির্মাণের দিনক্ষণ চূড়ান্ত হবে।
উন্নাও-এর সাংসদ বলেছেন, মন্দির নির্মাণ নিয়ে এটাই শেষ কথা। পৃথিবীর কোনও শক্তিই তা থামাতে পারবে না।
সাক্ষী মহারাজ আরও বলেছেন, সম্প্রতি কর্নাটক সফরের সময় তিনি মধুরাচার্য বিশেষ কীর্তিজীর সঙ্গে দেখা করে মন্দির নির্মাণের বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন।
রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র প্রার্থীকে সমর্থনের জন্য সাক্ষী মহারাজ বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি-ইউ নেতা নীতীশ কুমারের প্রশংসা করেছেন। এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দের বিরুদ্ধে মীরা কুমারকে প্রার্থী করাকে কংগ্রেসের ষড়যন্ত্র বলেও তোপ দেগেছেন তিনি।
অযোধ্যায় রাম মন্দির নির্মাণের দিনক্ষণ ঘোষণা নভেম্বরে: সাক্ষী মহারাজ
ABP Ananda, web desk
Updated at:
26 Jun 2017 07:28 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -