রায়পুর: উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগে ফের অযোধ্যায় রাম মন্দির নির্মানের প্রসঙ্গ তুললেন বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে যে বাধাগুলি রয়েছে তা ধীরে ধীরে কেটে যাবে। এরপরই খুব শীঘ্রই শুরু হবে মন্দির নির্মাণের কাজ। ছত্তিশগঢ়ের রাজধানী রায়পুরের ভিআইপি রোডে একটি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ গিতে এসে এই মন্তব্য করেছেন আদিত্যনাথ। তিনি বলেছেন, ‘ছত্তিশগড় রামের মাতৃকুলের (মা কৌশল্যার মামার বাড়ি) বসতস্থান। জ্যোতিষ অনুসারে, মাতৃকুলে ভগবান প্রতিষ্ঠিত হলে তার ফলে এমনিতেই অযোধ্যায় রাম মন্দির তৈরির পথের বাধা কেটে যাবে’। গোরখপুরের ৪৪ বছরের এই  সাংসদ উত্তরপ্রদেশে বিজেপির অন্যতম তারকা প্রচারক।