বালিয়া:  রাম মন্দির অযোধ্যায় ছিল এবং এখনও আছে, শুধুমাত্র তাতে একটু জমকালো চেহারা দেওয়া প্রয়োজন। আর সেটা উত্তরপ্রদেশের সমস্ত মানুষ বিশ্বাসও করেন,মন্তব্য উত্তরপ্রদেশের বিদ্যুত্ মন্ত্রী শ্রীকান্ত শর্মার ।

মন্ত্রীর দাবি, দেশের শীর্ষ আদালতও মেনে নিয়েছে রাম মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের বিশ্বাস। বিরোধীরা যাঁরা মন্দির তৈরির বিপক্ষে মত পোষণ করছেন, তাঁদের এবার উচিত্ বিরোধিতা বন্ধ করা।

প্রসঙ্গত, অযোধ্যায় এই মুহূর্তে রাম মন্দিরের একটি অস্থায়ী নির্মাণ রয়েছে। সেখানেই গতকাল পুজো নিবেদনও করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর এই পরিস্থিতিতে যখন বিরোধীরা মন্দির নির্মাণের বিপক্ষে গিয়ে ঘোট পাকানোর চেষ্টা করছেন, সেই উদ্যোগকে কড়া ভাষায় সমালোচনা করেছেন মন্ত্রী। এরপর তিনি বলেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথের সামনে কার্যত দাঁড়াতে পারেনি কংগ্রেস, সপা, বসপা। উত্তরপ্রদেশ থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে বিরোধীরা, তোপ বিদ্যুতমন্ত্রীর।

বিরোধীরা বর্তমান সরকারকে অপবাদ দেওয়ার চেষ্টা করলেও, বিজেপির উদ্যোগকে বানচাল করার চেষ্টা করলেও, আদিত্যনাথ সরকারের বিভিন্ন কাজের ফল অল্প কয়েকদিনের মধ্যেই দেখতে পাবে উত্তরপ্রদেশবাসী, দাবি শ্রীকান্ত শর্মার।