নয়াদিল্লি: আগামী দীপাবলীর মধ্যে অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়ে যাবে। বললেন বিজেপির রাজ্যসভা সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। পটনায় বিরাট হিন্দুস্তান সঙ্গম অনুষ্ঠানে যোগ দিয়ে স্বামী বলেছেন, তাঁর বিশ্বাস, আগামী দীপাবলীর মধ্যে রাম মন্দির নির্মাণ হয়ে যাবে, মানুষ সেখানে পুজো দিতে পারবেন।
স্বামীর আরও বক্তব্য, শুধু উন্নয়নে চিঁড়ে ভিজবে না, হিন্দুত্বও চাই। নরেন্দ্র মোদী সরকারের বিকাশ নীতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, মোরারজি দেশাই, নরসিংহ রাও ও অটলবিহারী বাজপেয়ীর উন্নয়নমূলক কাজ জনতা নাকচ করে দেয়। মোরারজি তো দেশবাসীকে ২ টাকা কেজি চিনি আর ১ টাকা কেজি চালও দিতেন। নরসিংহ রাও দেশের বৃদ্ধি ৩ থেকে ৮ শতাংশে পৌঁছে দিয়েছিলেন। বাজপেয়ী শাইনিং ইন্ডিয়ার ভরসার নির্ধারিত সময়ের ৬ মাস আগেই ভোট করিয়ে নেন। তিন ক্ষেত্রেই ফল কী হয়েছিল? না, সরকার পড়ে যায়।
তাঁর কথায়, এর কারণ শুধু উন্নয়ন নয়, মানুষ হিন্দুত্ব চায়, উন্নয়নে হিন্দুত্বের মিশেল দিতে হবে।
স্বামী আরও বলেছেন, আর্থিক বৃদ্ধির দিকে নজর দেওয়া অত্যাবশ্যক ঠিকই কিন্তু ভোট জিততে তাই যথেষ্ট নয়। সে জন্য মর্যাদা দিতে হবে মানুষের ভাবাবেগকে। মানুষকে শুধু দুটো জিনিসই জাগাতে পারে, এক, দুর্নীতিগ্রস্তদের জেলে পুরতে হবে ও দুই, মানুষের মূল্যবোধ ও আবেগের কথা মাথায় রাখতে হবে, যার মধ্যে হিন্দুত্ব রয়েছে। হিন্দুত্বকে এগিয়ে নিয়ে চলতে হবে, তবেই আসবে ভোটবাক্সে সাফল্য।
আগামী দীপাবলীর মধ্যেই অযোধ্যায় তৈরি হবে রাম মন্দির, বললেন সুব্রহ্মণ্যম স্বামী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Oct 2017 10:13 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -