বেঙ্গালুরু: আদালতের বাইরে রামমন্দির বিতর্কের সমাধান চান, সেজন্য আর্ট অব লিভিং প্রতিষ্ঠাতা একাধিক ইমাম, সাধু, সন্তের সঙ্গে কথাবার্তা বলছেন। আর্ট অব লিভিং-এর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে এ কথা।
তারা অবশ্য এখনই এ ব্যাপারে কোনও উপসংহার বা সিদ্ধান্ত টানার সময় হয়নি বলে জানিয়েছে, এও বলেছে, সরকারের হয়ে এই আলোচনা প্রক্রিয়ায় সামিল হননি রবিশংকর।
বিবৃতিতে বলা হয়েছে, শ্রী শ্রী রবিশংকর মনে করেন, রামমন্দির ইস্যুতে বর্তমানে যে আবহাওয়া দেখা যাচ্ছে, তাতে উভয় সম্প্রদায়ের সামনে পরস্পরের কাছাকাছি এসে উদারতা দেখিয়ে খোলা মনে আদালতের বাইরে বিতর্ক, বিরোধ অবসান ঘটানোর সুযোগ এসেছে। রবি শংকর নির্মোহী আখড়ার আচার্য রাম দাস সহ একাধিক ইমাম, স্বামীদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
সরকার বা কোনও সংগঠনের তরফে এই আলোচনা প্রক্রিয়া চলছে না, তবে এর মাধ্যমে দুই সম্প্রদায়ের নেতাদেরই সামনের দিকে এগিয়ে গ্রহণযোগ্য সমাধানসূত্রে পৌঁছতে ইতিবাচক উদ্যম, আগ্রহের প্রতিফলন ঘটেছে বলে রবিশংকরের সংগঠনের অভিমত।
যদিও শোনা যাচ্ছে, অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল বোর্ড রবিশংকরের সঙ্গে তাদের কোনওরকম আলোচনা হওয়ার কথা অস্বীকার করেছে। গতকাল বোর্ড বলে, রবিশংকর চাইলে তাঁর সঙ্গে আলোচনায় তারা প্রস্তুত, কেননা আলোচনার মাধ্যমে রফাসূত্র খুঁজে বের করায় সাহায্য করতে অসুবিধার কিছু নেই।
প্রসঙ্গত, ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট অযোধ্যার ২.৭৭ একর জমি সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখড়া ও রামলালার মধ্যে তিন ভাগে ভাগ করে দেয় এক রায়ে। তবে সেই রায়ের বিরোধিতা করে দায়ের করা ১৩ টি আবেদনের শুনানি ফের শুরু করতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। ৫ ডিসেম্বর থেকে শুরু হবে ঐতিহাসিক বাবরি মসজিদ-রাম মন্দির মামলা।