উত্তর প্রদেশ বিধানসভা ভোটে রাম মন্দিরকে ইস্যু করবে না বিজেপি: রাজনাথ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 May 2016 04:51 PM (IST)
নয়াদিল্লি: আগামীবছর উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে রাম মন্দিরকে ইস্যু করবে না বিজেপি, উন্নয়নকেই হাতিয়ার করবে তারা, এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। শুক্রবার একটি সাক্ষাত্কারে রাজনাথ বলেন, রাম মন্দির নির্মাণ বিষয়টি কোনও রাজনৈতিক ইস্যু নয়, এটি একটি সাংস্কৃতিক ইস্যু। বিষয়টি এখনও আদালতের বিচারাধীন। রামমন্দিরকে ব্যবহার করে আমরা উত্তর প্রদেশ নির্বাচনে লড়ব না। ভোট টানতে সাম্প্রদায়িক মেরুকরণ করবে না দল। গোমাংস খাওয়া এবং ‘ভারত মাতা কী জয়’ স্লোগান প্রসঙ্গে প্রশ্ন করা হয় রাজনাথকে। তিনি বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা হয়েছে তাঁদের। তিনি জানিয়েছেন, অবিলম্বে এধরনের মন্তব্য বন্ধ হওয়া উচিত।