জয়পুর: জয়পুরে এক সাংবাদিক বৈঠকে বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, তাঁর দল চায় সমস্ত দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেই আইনসম্মত ভাবে অযোধ্যায় রাম মন্দির তৈরি করতে। এমনকি এই মন্দির নির্মাণের বিষয় বিজেপির মনোভাব ঠিক কী, সেকথা পার্টির ইস্তাহারে একাধিকবার উল্লেখ করাও হয়েছে বলে ওই বৈঠকে মন্তব্য করেন অমিত শাহ।
এরপর তাঁর কাছে জানতে চাওয়া হয় সংরক্ষিত কোটা থেকে সুবিধাভোগী শ্রেণীকে বাদ দেওয়ার ব্যাপারে কী ভাবনাচিন্তা রয়েছে তাঁর সরকারের? এর জবাবে বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, এক্ষেত্রেও কেন্দ্র সব দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়ার পক্ষে।
তিনদিনের সফরে রাজস্থান গিয়েছিলেন অমিত শাহ। সেখানেই তিনি বলেন, তাঁর দল লোকসভা এবং সমস্ত রাজ্যের বিধানসভা নির্বাচন একসময় করার পক্ষে। তাঁর দাবি, সেইজন্যে সমস্ত দলের আলোচনা করে নির্বাচন কমিশনের নজরে সেই বিষয়টি নিয়ে আসা উচিত্।
এরপর ওই সাংবাদিক বৈঠকে বিজেপি সভাপতি কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিককালে নেওয়া কয়েকটি উন্নয়নমূলক পদক্ষেপ, যেমন নোট বাতিল, জিএসটি লাগু এবং বিভিন্ন শেল সংস্থা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের প্রসঙ্গ উল্লেখ করেন। তারপরই তিনি বলেন বিজেপি মোটেই ইউপিএ সরকার প্রস্তাবিত জিএসটির বিরোধী ছিল না। প্রসঙ্গত, যেভাবে সেসময় জিএসটি লাগুর সিদ্ধান্ত নিয়েছিল তত্কালীন কেন্দ্রীয় সরকার, তার বিরোধিতা করে বিজেপি। তারপরই তিনি বলেন, রাজ্যগুলোর দাবি ছিল জিএসটি লাগুর ফলে তাদের ক্ষতির মুখে পড়তে হবে। বর্তমান সরকার সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরই জিএসটি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরজন্যে বিজেপি সভাপতির দাবি, কেন্দ্রের সঙ্গে এখন সমস্ত রাজ্যের সরকারও রয়েছে। জিএসটির বিরোধিতা করা হয়েছিল বিরোধী দলগুলির পক্ষ থেকে। কিন্তু আমজনতা মেনে নেওয়ায়, সেই বিরোধিতা টেকেনি।
এরপর তাঁর কাছে জানতে চাওয়া হয় গো-রক্ষা ব্যাপারে কী তাঁর দল নয়া কোনও আইন আনতে চলেছে? অমিত শাহর জবাব, বিজেপি শ্বাসিত সমস্ত রাজ্যগুলোতে সেই আইন এখনই রয়েছে।
আলোচনার পর আইনসম্মত ভাবেই তৈরি হবে রাম মন্দির:অমিত শাহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Jul 2017 10:37 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -