লখনউ: বোমা ফাটালেন যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রী ও সরকারি মুখপাত্র সিদ্ধার্থনাথ সিংহ। তাঁর দাবি, এলাহাবাদে হতে চলা আগামী অর্ধকুম্ভের আগেই অযোধ্যায় রাম মন্দির নির্মাণ শুরু হয়ে যাবে।

এলাহাবাদে বিশ্ব হিন্দু পরিষদের দফতরে এক অনুষ্ঠানে এই দাবি করেন সিদ্ধার্থনাথ। তাঁর কথায়, রাম মন্দির বরাবরই বিজেপির অ্যাজেন্ডায় রয়েছে, দল কখনও এই দাবি থেকে পিছু হঠেনি।

সিদ্ধার্থনাথ বলেছেন, তাঁর এই দাবির পিছনে সুস্পষ্ট কারণ আছে। রাম মন্দিরের বিরোধীরাও আস্তে আস্তে এই ইস্যুতে নরম হয়ে পড়েছে, পরিস্থিতি অনেকটাই ইতিবাচক। এছাড়া স্বামী ব্রহ্ম যোগানন্দ নামে এক সন্ন্যাসীও নাকি ভবিষ্যদ্বাণী করেছেন, ২০১৯-এর আগেই রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে। এই ব্রহ্ম যোগানন্দ নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়া সহ যতগুলি ভবিষ্যদ্বাণী করেছেন, সবগুলি আশ্চর্যজনকভাবে ফলে গিয়েছে।