উত্তরপ্রদেশে চূড়ান্ত সংখ্যাগরিষ্ঠতা পেলে অযোধ্যায় মন্দির, জানালেন বিজেপি রাজ্য সভাপতি
web desk, ABP Ananda | 24 Jan 2017 07:02 PM (IST)
নয়াদিল্লি: বিজেপি আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলে অযোধ্যায় ‘বিরাট’ রামমন্দির তৈরি হবে। ঘোষণা করলেন রাজ্য বিজেপি সভাপতি কেশব প্রসাদ মৌর্য। ১১ ফেব্রুয়ারি প্রথম দফার ভোটগ্রহণ সেখানে। তার আগে বিতর্কিত ইস্যুটি খুঁচিয়ে তুলে মৌর্য বলেছেন, রামমন্দির বিশ্বাসের ব্যাপার। দু মাসেই তৈরি হয়ে যাবে। ভোটের পরই শুরু হবে নির্মাণ। বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পাবে। অখিলেশ সিংহ যাদবকেও আক্রমণ করেন তিনি। তিনি না পশ্চাত্পদ সম্প্রদায় না দলিত-কারও পাশেই নেই, শুধুই বিশ্বাসঘাতকতা করেন, অভিযোগ করেন মৌর্য। প্রসঙ্গত, এলাহাবাদ হাইকোর্ট সম্প্রতি অখিলেশের সরকারকে নির্দেশ দিয়েছে, ১৭টি ওবিসি গোষ্ঠীর একজনও যাতে নতুন করে জাত সংক্রান্ত সার্টিফিকেট না পায়, তা সুনিশ্চিত করতে হবে। সমাজবাদী পার্টি (সপা)-কংগ্রেস রফাকেও কটাক্ষ করেন বিজেপি রাজ্য নেতাটি। বলেন, সপা ডুবন্ত জাহাজ। কংগ্রেসেরটা অনেক আগেই ডুবেছে। বসপা সঙ্গে গেলেও ওদের বাঁচানো যাবে না। অখিলেশ জমানায় গোটা রাজ্য প্রশাসন দুর্নীতিতে ডুবে রয়েছে বলে অভিযোগ করে ক্ষমতায় এসে বিজেপি তদন্ত করবে, দরকার হলে ওদের জেলে পুরবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।