নয়াদিল্লি: মোদী সরকারে বিরুদ্ধে মুখ খুললেন রামদেব!


এতদিন প্রধানমন্ত্রী ও তাঁর নীতির খুল্লমখুল্লা সমর্থন করে আসা যোগগুরু রামদেব প্রথমবার কর্মসংসস্থান প্রশ্নে কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুললেন।


কর্মহীনতাকে ভারতের মাথার কলঙ্ক উল্লেখ করে তিনি জানিয়ে রাখেন, কেন্দ্র ও রাজ্য—উভয় এই সমস্যাকে দূর করতে ব্যর্থ হয়েছে। বলেন, কর্মহীনতা, দারিদ্র্য, খিদে—এগুলি হল ভারতের মাথায় একটা কলঙ্ক। একে মেটানো আমাদের লক্ষ্য।


ভোপালে রামদেব বলেন, গোটা দেশে কর্মহীনতা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারের যতটা কাজ করা বা উদ্যোগ নেওয়া উচিত, তা তারা করেনি।


এই প্রেক্ষিতেই তিনি মনে করিয়ে দেন, গত একমাসে পতঞ্জলিতে প্রায় ১১ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। আগামী কয়েক মাসে সমসংখ্যক মানুষকে কর্মসংস্থান দেবে পতঞ্জলি।


শুধু কর্মসংস্থান নয়, জ্বালানির ক্রমবর্ধমান মূল্য নিয়েও প্রশ্ন তুলেছেন রামদেব। তাঁর দাবি, সরকার চাইলে আজও ৩৫ থেকে ৪০ টাকা দরে পেট্রল-ডিজেল মানুষ পেতে পারে। কিন্তু, তাতে রাজকোষ খালি হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে।


প্রসঙ্গত, দেশে বেড়ে চলা কর্মহীনতার সমস্যা নিয়ে লাগাতার মোদী সরকারকে নিশানা করে চলেছে বিরোধীরা। তাদের দাবি, কেন্দ্রে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই কর্মসংস্থানের হার পড়ে গিয়েছে। এর অন্যতম প্রধান কারণ হল নোট-বাতিলের সিদ্ধান্ত। যদিও, সব অভিযোগ খারিজ করেছে কেন্দ্র।