নয়াদিল্লি: যোগ ব্যায়াম করে ২০ কেজি ওজন ঝরিয়েছেন অমিত শাহ! আগামীকাল আন্তর্জাতিক যোগদিবস। তার প্রাক্কালে মঙ্গলবার আমদাবাদে এক যোগশিবিরে যোগাসনের উপযোগিতা বোঝাতে বিজেপি সভাপতির উদাহরণ দিলেন বাবা রামদেব।

যোগগুরুর বক্তব্য, যাঁরা বলেন, যোগ খেলাধুলোর মধ্যে পড়ে না, তাঁরা অজ্ঞ। ওঁদের এহেন ধারণা প্রত্যাখ্যান করাই ভাল। যোগব্যায়ামও খেলার মধ্যেই পড়ে। দেশে ক্রীড়াক্ষেত্রের অন্তর্ভুক্ত করা উচিত যোগব্যায়ামকে। ওলিম্পিক্সেও যোগকে খেলা হিসাবে ঢোকানোর দাবি করেন তিনি।

পাশাপাশি বিজেপি-এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে বিহারের রাজ্যপাল রামনাথ কোবিন্দকে বেছে নেওয়ারও প্রশংসা করেন রামদেব। বলেন, রামনাথ কোবিন্দকে রাষ্ট্রপতি পদে বাছাই করে একটা মাস্টারস্ট্রোক দিল বিজেপি। উনি সমাজের অনগ্রসর, প্রান্তিক মানুষের হয়ে সবসময় লড়াই করেছেন। অনেকে বলছেন, বিজেপি দলিত কার্ড খেলল। কিন্তু তাঁরা সংকীর্ণ মানসিকতার পরিচয় দিচ্ছেন।

প্রসঙ্গত, কোবিন্দ বিজেপিতে প্রথম যোগ দেওয়া দলিত নেতাদের অন্যতম। ১৬ বছর আইনের পেশায় থাকার পর ১৯৯১ সালে তিনি বিজেপিতে যোগ দেন।