নয়াদিল্লি: এবার হোয়াটসঅ্যাপেও এসে পড়লেন যোগগুরু। পতঞ্জলি-বিএসএএল সমৃদ্ধি সিম কার্ডের পর রামগুরু চালু করলেন মেসেজিং অ্যাপ কিম্ভো।

এই মেসেজিং অ্যাপের ট্যাগলাইন অব ভারত বোলেগা। পতঞ্জলির মুখপাত্র এস কে তিজারাওয়ালা টুইট করে বলেছেন, ভারত কথা বলবে এবার। সিম কার্ড চালু করার পর বাবা রামদেব এবার চালু করলেন নয়া মেসেজিং অ্যাপ্লিকেশন কিম্ভো।

তাঁর কথায়, এবার হোয়াটসঅ্যাপ প্রতিযোগিতার মুখে পড়বে। গুগল প্লে স্টোর থেকে এই স্বদেশি অ্যাপ ডাউনলোড করুন।

[embed]https://twitter.com/tijarawala/status/1001855154587688960?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fwww.abplive.in%2Findia-news%2Framdev-takes-on-whatsapp-laucnches-swadeshi-messaging-app-kimbho-705347&tfw_creator=abc&tfw_site=http%3A%2F%2Fwww.abplive.in[/embed]

গুগল প্লে স্টোরে কিম্ভো সম্পর্কে বলা হয়েছে, এর মাধ্যমে বিনা মূল্যে ফোন ও ভিডিও কলিংয়ের মাধ্যমে ব্যক্তিগত ও গ্রুপ চ্যাট করা যাবে। এছাড়াও টেক্স, অডিও, ভিডিও, ফটো, ভিডিও, স্টিকার, কুইকি, লোকেশন, জিইএফ, ডুডল সহ এতে অসংখ্য দুর্দান্ত বৈশিষ্ট্য রয়েছে।



এর আগে ভারত সঞ্চার নিগম লিমিটেডের সঙ্গে হাত মিলিয়ে ২৭ তারিখ রামদেব চালু করেন স্বদেশি সমৃদ্ধি সিম কার্ড। প্রাথমিকভাবে শুধু পতঞ্জলি কর্মীরাই এই সিম কার্ড হাতে পাবেন। পুরোপুরি চালু হয়ে গেলে এই কার্ড দেখিয়ে পতঞ্জলির জিনিসপত্রের ওপর ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে।