আমদাবাদ:  যোগ ব্যায়ামের জনপ্রিয়তা বাড়াতে সারা দুনিয়ায় প্রায় দশ হাজার ওয়েলনেস এবং স্বাস্থ্য কেন্দ্র খোলার পরিকল্পনা যোগগুরু রামদেবের।

আগামী ২১ জুন বিশ্ব যোগ দিবস। সেই দিন যোগ ব্যায়ামের প্রচারে গুজরাত সরকার রামদেবের সাহায্যে একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে জিএমডিসি গ্রাউন্ডে। প্রসঙ্গত, ওই দিন এক জায়গাতে একসঙ্গে সর্বোচ্চ সংখ্যক লোককে হাজির করিয়ে নয়া রেকর্ড সৃষ্টি করে যোগ ব্যায়াম করানোর পরিকল্পনা রয়েছে গুজরাত সরকারের।

যোগ দিবসের প্রাক্কালে ভারতের এই পুরনো ঐতিহ্যকে জনপ্রিয় করানোর জন্যে যোগগুরু রামদেব জানিয়েছেন, তাঁরা সারা দেশে হাজারটি ওয়েলনেস এবং হেল্থ সেন্টার খুলবেন খুব শীঘ্রই। এছাড়া সারা বিশ্বে তাঁদের ব্র্যান্ডের দশ হাজারটি যোগকেন্দ্র থাকবে।

রামদেবের দাবি আগামী ২১ জুন প্রায় ১.২৫ লক্ষ মানুষ এই বিশাল অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ২০১৫ সালের এই দিনে প্রায় ৩৫ হাজার ৯৮৫ জন মানুষ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এবছর সেই রেকর্ডই ভাঙার জন্যে রামদেবকে স্বয়ং অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।