নয়াদিল্লি:  যোগগুরু রামদেবের দাবি অল্প কয়েকদিনের মধ্যেই পতঞ্জলি আয়ুর্বেদ-এর ব্যবসা বাজারের কয়েকটি প্রতিষ্ঠিত বহুজাতিক সংস্থার ব্যবসাকে ছাপিয়ে যাবে। তাঁর বিশ্বাস এই বছরের মধ্যেই কলগেট-এর ব্যবসাকে ছাপিয়ে যাবে পতঞ্জলি। আগামী তিন বছরের মধ্যে ইউনিলিভার, নেসলে-র ভাগ্যেও একই জিনিষ ঘটবে বলে মনে করেন যোগগুরু। তাঁর দাবি, খুব শীঘ্রই নেসলে-র (লোগো) পাখি উড়ে যাবে।


২০১৬-১৭ সালে পতঞ্জলির লক্ষ্য দশ কোটি টাকার ওপর ব্যবসা করা। যা গত অর্থনৈতিক বর্ষের চেয়ে ঠিক দ্বিগুন। এক সাংবাদিক সম্মেলনে যোগগুরুকে প্রশ্ন করা হয়েছিল তিনি কী বাজারের প্রতিষ্ঠিত বহুজাতিক সংস্থাগুলির ব্যবসাকে খেয়ে নিচ্ছেন। তার জবাবে রামদেবের সহাস্য উত্তর তাঁরা নেহাতই নিরামিষাশী।

তিনি দেশের বিভিন্ন রাজ্যে তাঁর ব্যবসা বিস্তারের পরিকল্পনার কথাও জানিয়েছেন। এবছরই তাঁর পরিকল্পনা রয়েছে হাজার কোটি টাকা বিনিয়োগ করার। অসম, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশে নয়া ইউনিট খোলারও চিন্তা-ভাবনা রয়েছে তাঁর বলে জানা গিয়েছে।

পতঞ্জলি আয়ুর্বেদ তাঁদের সংস্থার জিনিষ বাইরেও রপ্তানি করবে বলে জানা গিয়েছে। এছাড়া দুগ্ধ জাতীয় দ্রব্য ও যোগার জিনিষপত্র বিক্রিরও ভাবনা-চিন্তা রয়েছে যোগগুরুর। অল্প কয়েকদিনের মধ্যে পতঞ্জলির ঘি-চিজ বাজারে চলে আসবে বলে জানা গিয়েছে।