নয়াদিল্লি: আজ সংসদের সেন্ট্রাল হলে শপথ নিলেন নয়া রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁকে শপথবাক্য পাঠ করালেন প্রধান বিচারপতি জে এস খেহর। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সেন্ট্রাল হলে আসেন নয়া রাষ্ট্রপতি। তারপর প্রণবের সঙ্গে হয় তাঁর আসন বিনিময়। নতুন রাষ্ট্রপতির সম্মানে ২১ বার কামান দাগা হয়।
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লোকসভা স্পিকার সুমিত্রা মহাজন। এ ছাড়াও, একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন রাজ্যের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কোবিন্দের শপথ নেওয়া শেষ হতেই সংসদের ঐতিহাসিক সেন্ট্রাল হলে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে ওঠেন বিজেপির কয়েকজন সাংসদ।
কানপুর দেহাতের দলিত পরিবারে জন্ম রামনাথ কোবিন্দের। আরএসএস-এর সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন। তারপর বিজেপির তরফে রাজ্যসভার সাংসদ। বিহারের রাজ্যপালের দায়িত্ব পালন করার পর তাঁকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করে এনডিএ। এহেন কোবিন্দই এবার আগামী পাঁচ বছর দেশের সাংবিধানিক প্রধানের দায়িত্ব পালন করবেন। দেশের সর্বোচ্চ পদে আসীন হওয়ায় কোবিন্দের আত্মীয় স্বজনদের মধ্যে এখন খুশির হাওয়া। বর্ধমানের বিসি রোডে এই বাড়িতেই ভাড়া থাকেন রামনাথ কোবিন্দের স্ত্রী সবিতার দাদার পরিবার। বর্ধমানে চারবার এসেওছেন কোবিন্দ।
গোটা অনুষ্ঠান শেষ হলে নতুন রাষ্ট্রপতি যাত্রা করেন রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে। সেখানে তাঁকে দেওয়া হয় গার্ড অফ অনার। এরপর সদ্য প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় যাত্রা করেন তাঁর নতুন ঠিকানা- ১০, রাজাজি মার্গের দিকে। রাষ্ট্রুপতি পদে শপথ নেওয়ার আগে কোবিন্দ রাজঘাটে গিয়ে মোহনদাস করমচন্দ গাঁধীর স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। তারপর যান রাষ্ট্রপতি ভবনে। সেখানে তাঁকে স্বাগত জানান বিদায়ী রাষ্ট্রপতি। তারপর তাঁরা একসঙ্গে রওনা দেন সংসদ ভবনের দিকে।