নয়াদিল্লি: রাহুল গাঁধী মহাভারতের কৌরবদের সঙ্গে তাদের তুলনা টানায় ভীষণ ক্ষুব্ধ বিজেপি। কেন্দ্রীয় আইনমন্ত্রী তথা বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেছেন, বেলাগাম মিথ্যাচার, নির্লজ্জ মিথ্যার বেসাতি করাই নতুন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর বৈশিষ্ট্য হয়ে উঠেছে। সভাপতি পদে বসে উনি একটু বিনম্র হবেন, ভেবেছিলাম।
ডিসেম্বরে কংগ্রেস সভাপতি পদে আরোহন হয়েছে রাহুলের। গতকাল দলের প্লেনারি অধিবেশনের শেষদিনে তিনি কটাক্ষ করেন, বিজেপি কৌরবদের মতো ক্ষমতার জন্য লালায়িত আর তাঁর দল লড়ছে সত্য প্রতিষ্ঠায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রিয়ভাজনদের শ্রীবৃদ্ধি ঘটানোর পুঁজিবাদের প্রতীক বলে কটাক্ষের পাশাপাশি বিজেপি সভাপতি অমিত শাহকে 'খুনের আসামী' বলেও উল্লেখ করেন রাহুল।
পাল্টা প্রসাদ তোপ দাগেন, নাগাল্যান্ড, ত্রিপুরা বিধানসভা ভোটে কংগ্রেস জিরো পেয়েছে। গোরক্ষপুর, ফুলপুরে জামানত খুইয়েছে। তারপরও রাহুলের এই 'ঔদ্ধত্য' কীসের! দুর্নীতির অভিযোগের প্রসঙ্গে তাঁর কটাক্ষ, ইউপিএ-র শেষ ১০ বছরের শাসনে পূর্বতন সরকার এত ল্যান্ডমাইন ফেলে গিয়েছে যে, সেগুলি ফেটেই চলেছে আর এখন ওরাই প্রশ্ন তুলছে।
রাহুলের গতকালের ভাষণে বিজেপি, নরেন্দ্র মোদী সরকারকে তুমুল আক্রমণের পরই আসরে নামেন বিজেপি নেতা, মন্ত্রীরা। প্রথমে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন বলেন, যে দল ভগবান রামের 'মৌলিক অস্তিত্ব' নিয়েই প্রশ্ন তুলে সংশয় প্রকাশ করেছে, আজ তারাই নিজেদের পান্ডবদের সঙ্গে একাসনে বসাচ্ছে! তিনি আরও বলেন, এটা খুবই খারাপ লাগে যে, বিজেপি সভাপতিকে আদালত রেহাই দেওয়ার পরও তাঁকে আক্রমণ করছেন কংগ্রেস সভাপতি।