রামপুরে শ্লীলতাহানির ঘটনায় ৪ মূল অভিযুক্তই গ্রেফতার, বাকিদের খোঁজে তল্লাশি
Web Desk, ABP Ananda | 29 May 2017 02:09 PM (IST)
নয়াদিল্লি: উত্তরপ্রদেশের রামপুরে প্রকাশ্য রাস্তায় ১৪ জন মিলে দুই মহিলার শ্লীলতাহানি এবং ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার ঘটনায় ৪ মূল অভিযুক্তকেই গ্রেফতার করল পুলিশ। পুলিশ সুপার বিপীন টান্ডা বলেছেন, আগেই একজনকে গ্রেফতার করা হয়েছিল। গতকাল রাতে আরও তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, মোটরবাইকে চড়ে একটি সরু গলি পথে এসে দুই মহিলার পথ আটকায় ১২ থেকে ১৪ জন তরুণ। এরপর তারা শ্লীলতাহানি শুরু করে। ওই দুই মহিলা পালানোর চেষ্টা করেন। তাঁদের ব্যঙ্গ করতে থাকে ওই তরুণরা। এই ভিডিও দেখার পরেই অভিযুক্তদের চিহ্নিত করে তাদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। সেই তল্লাশিতেই গ্রেফতার হল ৪ জন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পরেই ইভটিজিং রুখতে ‘অ্যান্টি রোমিও স্কোয়াড’ গড়েন যোগী আদিত্যনাথ। কিন্তু তারপরেও প্রকাশ্য দিবালোকে এভাবে এতজন মিলে দুই মহিলার শ্লীলতাহানি করায় রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।