নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বালুচিস্তান সংক্রান্ত মন্তব্য সমর্থনের জন্য এক বালুচ নেতার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করেছে পাকিস্তান। এবার অভিনেত্রী রামাইয়ার বিরুদ্ধেও করা হল অভিযোগ। অভিযোগ, পাকিস্তানের প্রশংসা করেছেন তিনি!
প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর কদিন আগে মন্তব্য করেন, পাকিস্তান যাওয়া মানে নরকে ঘুরে আসা। তার জবাবে এই অভিনেত্রী কাম কংগ্রেস নেত্রী দাবি করেন, পাকিস্তান নরক নয়। সেখানকার মানুষ আমাদেরই মত। তারা আমাদের সঙ্গে খুব ভাল ব্যবহার করেছে।
এখন ভারতে বারবার জঙ্গি হামলার ঘটনায় প্রতিবারই পাকিস্তানের দিকে উঠেছে অভিযোগের আঙুল। কাশ্মীরের সাম্প্রতিক অশান্তিতেও পাকিস্তানকেই দায়ী করেছে গোয়েন্দা বিভাগ ও প্রশাসন। সেখানে রামাইয়ার এই ‘উটকো’ মন্তব্যে আগুনে ঘি পড়েছে। ভিথল গৌড়া নামে এক আইনজীবী তাঁর বিরুদ্ধে মামলা করেছেন। কর্নাটকের মাদিকেরি এলাকায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রথম সারির আদালতে দায়ের হয়েছে এই মামলা। অভিযোগকারীর বক্তব্য, যে দেশ ভারতে সন্ত্রাসবাদ চালানোর দায়ে অভিযুক্ত, রামাইয়া এভাবে তার প্রশংসা করায় তিনি স্তম্ভিত। শনিবার এই মামলার শুনানি।
বলেছেন ‘পাকিস্তান নরক নয়’। মামলা অভিনেত্রী রামাইয়ার বিরুদ্ধে!
ABP Ananda, web desk
Updated at:
23 Aug 2016 05:37 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -