নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে জোট সরকারে দলের সব মন্ত্রীকে আচমকা দিল্লিতে বৈঠকে ডাকলেন বিজেপি সভাপতি অমিত শাহ। আজই রাজধানীতে হাজির হতে বলা হয়েছে তাঁদের সবাইকে। সদ্য জম্মু ও কাশ্মীরে রমজান শেষ হতেই সংঘর্ষবিরতি বা জঙ্গি দমন অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে কেন্দ্র। এই প্রেক্ষাপটে বিজেপি সভাপতির দলীয় মন্ত্রী, শীর্ষ নেতাদের জরুরি তলব ঘিরে তীব্র কৌতূহল, জল্পনা তৈরি হয়েছে। অমিত শাহ আসতে বলেছেন বিজেপি রাজ্য সভাপতি রবিন্দর রায়না, দলের সাধারণ সম্পাদক (সংগঠন) অশোক কাউলকেও। জম্মু কাশ্মীরের উপ মুখ্যমন্ত্রী কবিন্দর গুপ্তাকে উদ্ধৃত করে সূত্রের খবর, একেবারেই আকস্মিক এই তলব। কাশ্মীরের প্রতিটি বিজেপি মন্ত্রীকে ডাকা হয়েছে। অমিত শাহ কী নিয়ে বৈঠকে আলোচনা করবেন, তা স্পষ্ট নয়। যদিও সূত্রের খবর, তিনি রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি ও ২০১৯-এর সাধারণ নির্বাচন মাথায় রেখে রাজ্যের রাজনৈতিক গতিপ্রকৃতি নিয়ে কথা বলতে পারেন। একটি মহলের বক্তব্য, যুদ্ধবিরতি প্রত্যাহার তো বটেই, সাম্প্রতিক আরও নানা ইস্যুতে রাজ্যে বিজেপি-পিডিপির শরিকি মতভেদ বেড়েছে। রমজানে সংঘর্ষবিরতি পর্বে জঙ্গিরা নিরস্ত থাকা দূরের কথা, সন্ত্রাসবাদী হামলা আরও বাড়িয়েছে, এই কারণ দেখিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ রবিবার সংঘর্ষবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেন। বলেন, নিরাপত্তাবাহিনী সংযম দেখালেও সাড়া দেয়নি জঙ্গিরা। পিডিপি শরিকের এই সিদ্ধান্তে খুশি নয় বলেই খবর। তারা ভেবেছিল, কেন্দ্র সংঘর্ষবিরতির মেয়াদ বাড়াবে।