'হোয়াট ইজ ইয়োর মোবাইল নাম্বার?', টুইটারে প্রশ্ন রণবীরের, উত্তর দিল নাগপুর পুলিশ
Web Desk, ABP Ananda | 12 Nov 2019 03:35 PM (IST)
হোয়াট ইজ ইয়োর মোবাইল নাম্বার? গানটা মনে পড়ছে? ৯০ দশকে মুখে মুখে ফিরেছিল গোবিন্দা অভিনীত ‘হাসিনা মান জায়েগি’ ছবির গানটি। গানটিকে আবার চর্চায় ফিরিয়ে আনলেন রণবীর সিংহ।
মুম্বই: হোয়াট ইজ ইয়োর মোবাইল নাম্বার? গানটা মনে পড়ছে? ৯০ দশকে মুখে মুখে ফিরেছিল গোবিন্দা অভিনীত ‘হাসিনা মান জায়েগি’ ছবির গানটি। গানটিকে আবার চর্চায় ফিরিয়ে আনলেন রণবীর সিংহ। সোশ্যাল মিডিয়ায় নানারকম ছবি পোস্ট করে সবসময়ই আলোচনায় থাকেন তিনি। সেইসঙ্গে নজর কাড়ে তাঁর ক্যাপশন। এই ছবিটিতে রণবীরের পোশাক-আশাকও মনে করিয়ে দেবে ৯০ দশকের রেট্রো স্টাইলের কথা। পোস্টই আপলেড হওয়ার সঙ্গে সঙ্গেই উপছে পড়া কমেন্ট বক্স। নানারকম উত্তর আসতে থাকে ফলোয়ারদের তরফে। তবে পোস্টটি চর্চার কেন্দ্রে উঠে আসে যখন এতে কমেন্ট করে নাগপুর পুলিশ। তারা উত্তরে লেখে, ১০০। এরপরই ওই পোস্টটি আরও ৫ হাজারবার রিটুইটেড হয়। ঝুলিতে আসে ২২ হাজার লাইক! রণবীরের সঙ্গে সঙ্গে নাগপুর পুলিশের রসিক জবাবেরও প্রশংসা করেন নেটিজেনরা।