নয়াদিল্লি:  বুধবারই তামিলনাড়ুর মুখ্য সচিব পি রামা মোহানা রাওয়ের বাড়িতে হানা দেয় আয়কর আধিকারিকের একটি দল। আয়কর হানার ২৪ ঘণ্টার মধ্যে রামা মোহানা রাওকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হল। তামিলনাড়ুর নব নিযুক্ত মুখ্য সচিব হলেন গিরীজা বৈদ্যনাথন।

সূত্রের খবর, দিন কয়েক ধরেই শোনা যাচ্ছিল রাওকে বরখাস্ত করা হতে পারে। কিন্তু কোনও সরকারি সিদ্ধান্ত সেভাবে এতদিন নেওয়া হয়নি। গতকাল আয়কর হানার পর তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হল। তবে তিনি আপাতত চাকরিতে থাকবেন, কিন্তু কোনও পদে থাকবে না।

বুধবার আয়কর দফতরের আধিকারিকরা, রাওয়ের চেন্নাইয়ের আন্নানগরের বাড়ি ছাড়াও, তাঁর দফতর এবং প্রাক্তন মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। আয়কর দফতর সূত্রে খবর, গতকাল মোট ১২টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে।

এক আয়কর আধিকারিক জানিয়েছেন, রাওয়ের শিল্পপতি শেখর রেড্ডি-র সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এই মাসের গোড়ার দিকে ওই শিল্পপতির বাড়িতেও তল্লাশি চালায় আয়কর আধিকারিকের একটি দল।