নাবালিকা ধর্ষণে অভিযুক্তর গণপিটুনিতে মৃত্যু
Web Desk, ABP Ananda | 10 Jul 2017 02:21 PM (IST)
শিলঙ: ১১ বছরের একটি মেয়েকে ধর্ষণ এবং মোবাইল ফোনে তার ছবি তোলার অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শিলঙের নোঙ্গকশে অঞ্চলে। ধর্ষণে অভিযুক্তর বিরুদ্ধে জনতাকে উস্কানি দেওয়ার অভিযোগে ওই নাবালিকার বাবা, দাদা ও তাদের বাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। পূর্ব খাসি পার্বত্য জেলার পুলিশ সুপার ডেভিস মারাক জানিয়েছেন, নিহত ব্যক্তি একটি বাড়িতে ভাড়া থাকত। সেই বাড়িতেই ওই নাবালিকার পরিবারও ভাড়া থাকে। তার দাদা আত্মীয়দের বলেন, তিনি ওই ব্যক্তির মোবাইল ফোন বোনের অশ্লীল ছবি ও ভিডিও দেখেছেন। এরপরেই শনিবার প্রথমে অভিযুক্তকে একটি ঘরে আটকে রাখা হয়। তারপর বেশ কয়েকজন মিলে তাকে মারধর করেন। গতকাল শিলঙের সরকারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। গণপিটুনির হাত থেকে নিহত ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে দু জন পুলিশকর্মীও আহত হয়েছেন।