পুলিশ হেফাজত থেকে পালাতে গিয়ে সমুদ্রে ঝাঁপ, ডুবে মৃত্যু ধর্ষণে অভিযুক্ত যুবকের
ABP Ananda, web desk | 05 Apr 2017 07:58 AM (IST)
মুম্বই: পুলিশ হেফাজত থেকে পালাতে গিয়ে মৃত্যু ধর্ষণে অভিযুক্ত যুবকের। মুম্বইয়ের বরিভলিতে এই ঘটনা ঘটেছে। আরে থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত সোমবার এক তরুণী সলমন পটেল নামে ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন। এরই পরিপ্রেক্ষিতে আরে থানার পুলিশ ওই যুবককে তলব করেছিল। ওই যুবক যখন আরে থানায় ছিলেন তখন গোরাই পুলিশ ফোন করে। গোরাই পুলিশ ওই যুবকের বিরুদ্ধে গত মাসে দায়ের করা একটি ধর্ষণের মামলা সম্পর্কে খোঁজখবর করতেই ফোন করেছিল। আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করার পর ওই যুবককে হেফাজতে নেয় গোরাই পুলিশ। গতকাল তাঁকে গোরাইতে নিয়ে আসা হয় বলে পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন। তিনি বলেছেন, গতকাল সকালে যখন পটেলকে মেডিক্যাল চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন প্রহরায় নিযুক্ত এক পুলিশকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করেন তিনি। পুলিশ পিছু ধাওয়া করলে পালেম বিচের কাছে সমুদ্রে ঝাঁপ মারেন পটেল। পুলিশ তাঁকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। সমুদ্রের জলে ডুবে মৃত্যু হয় পটেলের। গতকাল বিকেল ৩ টে নাগাদ তাঁর দেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে একটি দুর্ঘটনার মামলা রুজু করেছে পুলিশ।