লখনউ: গণধর্ষণের অভিযোগে অবশেষে গ্রেফতার উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী গায়ত্রীপ্রসাদ প্রজাপতি। লখনউয়ের হজরতগঞ্জ থেকে মঙ্গলবার সমাজবাদী পার্টির এই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
অজ্ঞাতস্থানে আত্মগোপন করে থাকার পর লখনউতে পৌঁছানো মাত্র তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর হদিশ জানতে গতকাল লখনউ পুলিশ গায়ত্রীর আরও তিন সঙ্গীকে আটক করে এবং তাঁর দুই ছেলে ও ভাইপোকে জেরা করে।
আইজি (লখনউ) এ সতীশ গণেশ জানিয়েছেন, হজরতগঞ্জ এলাকা থেকে গায়ত্রীকে গ্রেফতার করা হয়েছে। এরইসঙ্গে ৪৯ বছরের এই সপা নেতা বিরুদ্ধে দায়ের করা এফআইআরে উল্লেখিত ছয়জনকেই গ্রেফতার করা হল।
উল্লেখ্য, এক মহিলাকে গণধর্ষণ ও তাঁর নাবালিকা মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে গায়ত্রীপ্রসাদ প্রজাপতি ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। ১৭ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশে প্রজাপতি-সহ আরও ৬ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। এবারের নির্বাচনে অমেঠি বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়ে হেরে যান মুলায়ম-ঘনিষ্ঠ গায়ত্রী প্রজাপতি। কিন্তু এফআইআর দায়ের হওয়ার পরও ২৭ মার্চ পর্যন্ত অমেঠিতেই নির্বিবাদে ঘুরে বেড়িয়েছেন এই সপা নেতা।
এই মামলায় গত ৭ মার্চ গায়ত্রীর দুই সঙ্গীকে গ্রেফতার করা হয়েছিল। প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী চন্দ্রপালকে গত ৬ মার্চ গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, এই মামলায় ৮ সপ্তাহের মধ্যে পুলিশের কাছ থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে সুপ্রিম কোর্ট। গায়ত্রী প্রজাপতির নামে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা, লুক আউট নোটিশও জারি হয়। তিনি যাতে বিদেশে পালাতে না পারেন সেজন্য তাঁর পাসপোর্টও বাজেয়াপ্ত করা হয়।