পুনে: বাল গঙ্গাধর তিলকের নাতির ছেলে, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রোহিত তিলকের নার্কো টেস্ট করানোর দাবি উঠল। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা মহিলা এই দাবি করেছেন।
মহিলা বলেছেন, রোহিত যে তাঁকে ২,০০০-এর বেশি ফোন কল আর মেসেজ করেছেন, তার প্রমাণ আছে তাঁর কাছে। সেই প্রমাণ জমা দেওয়া হয়েছে আদালতে।
কংগ্রেস নেতা রোহিত তিলকের বিরুদ্ধে ধর্ষণ, অস্বাভাবিক সেক্স, ইচ্ছে করে আঘাত করা, শান্তিভঙ্গের উদ্দেশে অপমান ও ভয় দেখানোর অভিযোগ এনেছে। কিন্তু ২১ তারিখ এক নির্দেশে স্থানীয় এক আদালত জানিয়েছে, তাঁকে গ্রেফতার করা যাবে না।
গত মাসের ১৭ তারিখ বিরুদ্ধে ওই মহিলা পুলিশে অভিযোগ করে বলেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ২০১৫-র মার্চ মাস থেকে রোহিত তাঁকে ক্রমাগত ধর্ষণ করে চলেছেন। এমনকী শেষ যেদিন তাঁদের দেখা হয়, সেই ৫ জুলাইও তিনি তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। কিন্তু তাঁর হাতে ও কাঁধে কামড়ে দিয়ে কোনওক্রমে মুক্তি পান তিনি। তাঁর দাবি, পুলিশ রোহিতের ডাক্তারি পরীক্ষা করুক। হোক নার্কো টেস্ট।
তিনি নিজেও নার্কো টেস্টের জন্য প্রস্তুত বলে মহিলা জানিয়েছেন।
অভিযোগকারিণীকে নিরাপত্তা দিচ্ছে পুলিশ, কারণ মামলা তুলে না নিলে অ্যাসিড মারার হুমকি দেওয়া হয়েছে তাঁকে।
প্রসঙ্গত আজ স্বাধীনতা সংগ্রামী লোকমান্য বাল গঙ্গাধর তিলকের মৃত্যুবার্ষিকী।
ধর্ষণের অভিযোগ: লোকমান্য তিলকের নাতির ছেলে রোহিত তিলকের নার্কো টেস্ট চাইলেন নিগৃহীতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Aug 2017 01:08 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -