হায়দরাবাদ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল বলিউড প্রযোজক করিম মোরানির বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন দিল্লির নিবাসী এক মহিলা।

পুলিশ জানিয়েছে, বছর পঁচিশের ওই মহিলা গত সপ্তাহে হায়দরাবাদে রাচাকোন্ডা পুলিশ কমিশনারেটের অন্তর্গত হায়াতনগর পুলিশ স্টেশনে অভিযোগ করেন যে, ২০১৫ সালে মুম্বইয়ের একটি ফিল্ম স্টুডিওতে তাঁকে ‘ধর্ষণ’ করেছিলেন মোরানি।

পুলিশের ডিসিপি তফসীর ইকবাল বলেন, মহিলার দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মোরানি তাঁকে একাধিকবার ধর্ষণ করেছেন। মোরানির বিরুদ্ধে ৩৭৬, ৩৪২, ৫০৬, ৪৯৩ সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।