গুরদাসপুর: পঠানকোট হামলায় বিতর্কে জড়িয়ে পড়া পঞ্জাব পুলিশের অফিসার সলবিন্দর সিংহের বিরুদ্ধে পাঁচ মহিলা পুলিশকর্মীর আনা যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। অভিযুক্ত সলবিন্দরকে খুঁজে বের করতে নানা জায়গায় পাঠানো হয়েছে পঞ্জাব পুলিশের কয়েকটি টিমকে। অভিযোগ পেশ হওয়ার পর থেকে পালিয়ে বেড়াচ্ছেন তিনি।
এর আগে পঞ্জাব পুলিশের যৌন হয়রানি সংক্রান্ত কমিটি অভিযোগের পরিপ্রেক্ষিতে সলবিন্দরের বক্তব্য জানতে তাঁকে তলব করেছিল। কিন্তু তিনি গরহাজির ছিলেন। ফের তাঁকে আগামীকাল কমিটির প্রধান আইজি গুরপ্রীত দেও-র সামনে হাজিরা দিতে নির্দেশ পাঠানো হয়।
গত মাসেই সলবিন্দরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলা মহিলা পুলিশকর্মীরা কমিটির সামনে হাজির হয়ে লিখিত ভাবে বিবৃতি পেশ করেছেন। বিস্তারিত জানিয়েছেন সুপার পদমর্যাদার পুলিশ অফিসারের বিরুদ্ধে তাঁদের কী কী ক্ষোভ রয়েছে।
প্রসঙ্গত পঠানকোট হামলার সময় শোনা যায়, তাঁকে ও আরও ২ পুলিশকর্মীকে সন্ত্রাসবাদীরা অপহরণ করে নিয়ে গিয়েছিল। তাঁদের ফোন থেকেই নাকি সন্ত্রাসবাদীরা পাকিস্তানে নিজেদের পরিবার ও সন্ত্রাসবাদী হামলার হ্যান্ডলারদের সঙ্গে কথা বলেছিল। সলবিন্দরের গাড়িটিও নাকি তারা ছিনতাই করেছিল।