নয়াদিল্লি: ‘পিপলি লাইভ’-এর সহ-পরিচালক মাহমুদ ফারুকির বিরুদ্ধে ধর্ষণ মামলায় দিল্লি হাইকোর্টের বেকসুর খালাসের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট। ধর্ষণের অভিযোগ দায়ের করা মার্কিন মহিলা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, তথ্য-প্রমাণ বলছে, সম্মতির ভিত্তিতেই ফারুকির সঙ্গে শারীরিকভাবে মিলিত হয়েছিলেন ওই মহিলা। ফলে যে রায় দিয়েছিল হাইকোর্ট, সেটা বদল করা হচ্ছে না।

২০১৫ সালের ২৮ মার্চ ফারুকির বিরুদ্ধে দক্ষিণ দিল্লির সুখদেব বিহারে নিজের বাড়িতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষককে ধর্ষণ করার অভিযোগ ওঠে। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে ২০১৫ সালের ১৯ জুন এফআইআর করে পুলিশ। ২০১৬ সালের অগাস্টে নিম্ন আদালত ফারুকির সাত বছরের কারাদণ্ডের রায় দেয়। কিন্তু এই চলচ্চিত্র পরিচালক নিজেকে নির্দোষ দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট গত বছরের ২৫ সেপ্টেম্বর ফারুকিকে নির্দোষ বলে রায় দেয়। সুপ্রিম কোর্ট সেই রায় বহাল রাখল।

আজ বিচারপতি এস এ ববদে ও বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের বেঞ্চ বলেছে, ‘৩০ বছর বয়সি ওই মহিলা যেদিন ধর্ষণের কথা বলছেন, তারপরেও ই-মেল করে ফারুকির প্রতি ভালবাসা প্রকাশ করেছিলেন। ফলে স্পষ্ট হয়ে গিয়েছে, তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। এখন ওই মহিলা যে কথা বলছেন, সেটা গ্রহণযোগ্য নয়। তাই হাইকোর্টের রায় বদল করা হবে না।’