লখনউ: উত্তরপ্রদেশের রায়বরেলির ধর্ষণের শিকার এক তরুণী দোষীদের শাস্তি চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে রক্ত দিয়ে চিঠি লিখলেন।
গত বছর বরাবাঁকি জেলায় এই তরুণীকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ। এই ঘটনায় তাঁর বাবা দিব্য পান্ডে ও অঙ্কিত ভার্মা নামে দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন।
মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে ওই তরুণী বলেছেন, অভিযুক্তদের ক্ষমতাশালীদের সঙ্গে যোগ রয়েছে। এ কারণেই পুলিশ তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। ওই তরুণী আরও লিখেছেন, ন্যায়বিচার না পেলে তাঁর আত্মহত্যার পথ বেছে নেওয়া ছাড়া আর কোনও কোনও উপায় থাকবে না।
এএসপি শশী শেখরপ সিংহ বলেছেন, নির্যাতিতা তরুণীর বাবার অভিযোগের ভিত্তিতে বরাবাঁকির বাসিন্দা দুই অভিযুক্তের বিরুদ্ধে গত বছরের ২৪ মার্চ এফআইআর দায়ের করা হয়েছে। ওই তরুণীর বাবার অভিযোগ, অভিযুক্তরা তাঁর মেয়েকে ধর্ষণ করে এবং তারপর থেকে ব্ল্যাকমেলও শুরু করে।
এই ঘটনায় দ্বিতীয় এফআইআর-ও দায়ের করা হয়। তাতে অভিযোগ করা হয় যে, ওই তরুণীর নামে ফেসবুকে একটি ভুয়ো প্রোফাইল খুলে অশ্লীল ছবি পোস্ট করা হয়েছে।
বিচার চেয়ে রক্ত দিয়ে মোদী ও যোগীকে চিঠি উত্তরপ্রদেশের ধর্ষণের শিকার তরুণীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Jan 2018 07:53 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -