রায়বেরিলি (উত্তরপ্রদেশ): সুবিচার মেলেনি। নিজের রক্ত দিয়ে চিঠি লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে পাঠালেন ধর্ষিতা। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ধর্ষিতা লিখেছেন, প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। মামলা তুলে নিতে আমায় চাপ দেওয়া হচ্ছে। ন্যয় বিচার চাই। নইলে আত্মহত্যা করব। ২০ জানুয়ারি চিঠিটি লেখেন তিনি।
ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী তাঁর মেয়েকে ধর্ষণের পর অপরাধীরা তাকে ব্ল্যাকমেল করছে বলেও অভিযোগ নিগৃহীতার বাবার।
এ ব্যাপারে এএসপি শশী শেখর সিংহ জানান, ধর্ষিতার বাবার অভিযোগক্রমে বরাবাঁকিতে ধর্ষণের অভিযোগে ২০১৭-র ২৪ মার্চ এফআইআর দায়ের করা হয় দিব্য পান্ডে ও অঙ্কিত ভার্মা নামে দুজনের বিরুদ্ধে। অক্টোবরে রায়বেরিলিতে আরেকটি এফআইআর রুজু করা হয় অজ্ঞাতপরিচয় লোকজনের বিরুদ্ধে। তাতে অভিযোগ করা হয়, ফেসবুকে মেয়েটির একটি ভুয়ো প্রোফাইল খুলে সেখানে অশ্লীল ছবি লাগানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
তবে মোদী, আদিত্যনাথকে মেয়েটির চিঠি পাঠানোর ব্যাপারে তাঁর কিছু জানা নেই বলে জানান এএসপি।