রোহতক (হরিয়ানা): সৎ-বাবার লালসার শিকার ১০ বছরের মেয়ে! যার জেরে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে! মর্মান্তিক ও ন্যক্কারজনক এই ঘটনা ঘটেছে রোহতকে।


রোহতক শহরের ডিএসপি রমেশ কুমার জানান, বিহার থেকে ওই পরিবার শহরের দুর্গা কলোনিতে এসে থাকছিল। কিছুদিন আগে, কিশোরীর মা পুলিশে অভিযোগ দায়ের করে জানান, তাঁর মেয়ে দীর্ঘদিন ধরে তার সৎ-বাবা সুরেশের লালসাক শিকার হচ্ছে। তিনি এ-ও জানান, কাউকে বললে পরিণতি ভয়ঙ্কর হবে বলেও হুমকি দিচ্ছে অভিযুক্ত।


সম্প্রতি, শারিরীক অবস্থার অবনতি হওয়ায় কিশোরীকে হাসপাতালে ভর্তি করানো হল, চিকিৎকরা জানান, সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। বর্তমানে, হাসপাতালেই চিকিৎসা চলছে ওই কিশোরীর। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।


প্রসঙ্গত গতকালই, এক ভয়ঙ্কর গণধর্ষণ ও খুনের ঘটনা সামনে এসেছে রোহতকে। আততায়ীরা মহিলাকে প্রথমে গণধর্ষণ করে। তারপর ধারাল অস্ত্র দিয়ে ছিন্নভিন্ন করে দেওয়া শরীর!


তাতেও রেহাই মেলেনি নির্যাতিতার! কেউ যাতে চিনতে না পারে, সে জন্য ইট দিয়ে মাথা থেঁতলে খুন। সব শেষে গাড়ির চাকায় দেহ পিষে দিল অপরাধীরা!


এসবের মধ্যেই ফের একটি শিউরে ওঠার মতো ধর্ষণের ঘটনা প্রকাশ্যে এল।