নয়াদিল্লি: দুমাসের লড়াই শেষ। দিল্লির শালিমার বাগের ম্যাক্স হাসপাতালে মৃত্যু সঙ্গে লড়াই থামল ১৪ বছরের এক দলিত কিশোরীর। দুমাস আগে ওই কিশোরীকে ধর্ষণের পর অ্যাসিড-জাতীয় পানীয় জোর করে খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
গত বছর ডিসেম্বরে ওই কিশোরীকে নিগ্রহ করা হয়েছিল। সেই মামলার শুনানির আগের এক সপ্তাহ আগে অভিযুক্তই কিশোরীকে গত ১৯ মে অপহরণ করে। নির্যাতিতা কিশোরীর অভিযোগ, তাকে অভিযুক্ত শিবশঙ্করের মামা অপহরণ করেছিল। এরপর তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। সেই সঙ্গে চলে অত্যাচার। শেষপর্যন্ত নরম পানীয়তে অ্যাসিড মিশিয়ে তাকে জোর করে খাইয়ে দেওয়া হয়।
প্রথমে ওই কিশোরীকে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে দিল্লির মহিলা কমিশনের হস্তক্ষেপে আরও ভালো চিকিত্সার জন্য তাকে ম্যাক্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ওই কিশোরীর মৃত্যুর পর ক্ষুব্ধ মহিলা কমিশনের চেয়ারম্যান স্বাতী মালিওয়ালের ট্যুইট, ‘ও এই মাত্র মারা গেল। দিল্লি ফের নির্ভয়াকে বাঁচাতে ব্যর্থ হল। ও অসহ্য যন্ত্রনা সহ্য করেছে। আর অভিযুক্তরা তো অবাধে ঘুরে বেড়াচ্ছে। কতদিন এভাবে দিল্লির মেয়েদের নেকড়ের মুখে ছুঁড়ে দেওয়া হবে। এই নির্ভয়া তো সিস্টেমের দ্বারাও ধর্ষিতা হয়েছে। কেউ কি ওর আর্তনাদ শুনতে পেয়েছে’?
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই কিশোরী অভিযোগ করেছিল যে, পুলিশ ম্যাজিস্ট্রেটের সামনে দেওয়া বয়ান তাকে বদল করতে বলেছিল। তার বয়ানের ভিডিও তার পরিবার জমা দিয়েছিল বলে জানা গেছে।নির্যাতিতার বাবা-মাকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
সংবাদমাধ্যমে খবর প্রকাশ্যে আসার পর ১৫ জুলাই দিল্লির মহিলা কমিশন হস্তক্ষেপ করে। কমিশন ঘটনায় পুলিশের কাছে গৃহীত ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত রিপোর্ট তলব করে।
পুলিশ অবশ্য নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করেছে। পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, কিশোরীটি যে স্বেচ্ছায় অভিযুক্তের সঙ্গে পালিয়ে গিয়েছিল তার পর্যাপ্ত প্রমাণ রয়েছে। ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। তবে অভিযুক্ত অপহরণকারীকে এখনও গ্রেফতার করা হয়নি।
অপহরণ করে ধর্ষণ, জোর করে অ্যাসিড খাইয়ে অত্যাচার, হাসপাতালে লড়াই থামল দলিত কিশোরীর
ABP Ananda, web desk
Updated at:
25 Jul 2016 02:52 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -