তেজপুর:  ধর্ষকদের প্রকাশ্য রাজপথে গুলি করে হত্যা করা উচিত, মত অসম থেকে নির্বাচিত বিজেপি সাংসদ রামপ্রসাদ শর্মার। যারা মহিলাদের সঠিক সম্মান দিতে জানে না, তাদের এধরনের শাস্তিই প্রাপ্য, মত ওই বিজেপি সাংসদের।


তিনি আরও বলেন শ্যুটিং স্কোয়াড এমনভাবে তৈরি করা উচিৎ যাতে ধর্ষকদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া সম্ভব। মহিলাদের যৌন হেনস্থা, শ্লীলতাহানি বা অশালীনভাবে ছোঁয়ার চেষ্টা করেছে এমন ব্যক্তিদের অন্তত দশ বছরের কারাদণ্ড প্রাপ্য।

প্রসঙ্গত, গত সপ্তাহেই অসমের নগাঁওয়ে এক নাবালিকাকে একলা ঘরে পেয়ে, মেয়েটির স্কুলের দুই সহপাঠী এবং একই পাড়ার বাসিন্দা তিনজনে ঘুরে ঢুকে গণধর্ষণ করে। পরে তার গায়ে কেরোসিন তেল ঢেলে তাকে জ্বালিয়ে দেওয়া হয়। মেয়েটির চিৎকার শুনে তাকে এলাকাবাসীরা হাসপাতালে নিয়ে গেলেও, তার সেখানেই মৃত্যু হয়। কারণ, মেয়েটির ৯৫ শতাংশই পুড়ে গিয়েছিল। এই ধর্ষণ প্রসঙ্গেই রামপ্রসাদের মত, নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত দুজন নাবালকও রয়েছে। যদি নাবালকরা ধর্ষণের মতো জঘন্য অপরাধ করতে পারে, তাহলে শাস্তির সময় কম শাস্তি কেন দেওয়া হবে তাদের, প্রশ্ন সাংসদের। সেইজন্যেই ধর্ষককে প্রকাশ্যে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া উচিৎ  বা মাথায় গুলি করে হত্যা করা উচিৎ, মত ওই সাংসদের।