আন্তর্জাতিক বাজারে দেড় কোটি টাকা দামের বিরল প্রজাতির টিকটিকি বাজেয়াপ্ত
ABP Ananda, web desk | 16 Jan 2017 11:40 PM (IST)
কিষাণগঞ্জ: বিহারের কিষাণগঞ্জে দুই চোরাপাচারকারীর কাছ থেকে বাজেয়াপ্ত বিরল প্রজাতির টিকিটিকি। আন্তর্জাতিক বাজারে এর মূল্য প্রায় দেড় কোটি টাকা। এসএসবি, আরপিএফ, জিআরপি এবং বনবিভাগের আধিকারিকদের একটি যৌথদল টোকে নামে পরিচিত ওই টিকটিকি সহ চোরাপাচারকারীদের পাকড়াও করে। কিসাণগঞ্জের হনুমান মন্দিরের কাছে কোনও ব্যক্তির হাতে তুলে দেওয়ার জন্য ওই টিকটিকি নিয়ে যাওয়া হচ্ছিল। এসএসবি-র ডেপুটি কম্যান্ডার কুমার সুন্দরম জানিয়েছেন, ধৃতরা একটি বাক্সে করে কামাক্ষ্যা এক্সপ্রেসে চড়ে টিকিটিকি অসম থেকে নিয়ে এসেছিল। টিকটিকিটি যাতে শ্বাসপ্রশ্বাস নিতে পারে সেজন্য বাক্সে ছিদ্র করা হয়েছিল। যাত্রা পথে ওই ছিত্র দিয়েই টিকটিকির খাবার মথও যুগিয়েছে তারা। বায়েয়াপ্ত টিকটিকি বনবিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে।