চণ্ডীগড়: করোনা লকডাউনের জেরে বন্ধ গণপরিবহণ। বাতাসে দূষণের মাত্রা কমে গিয়েছে অভাবনীয়ভাবে। বেড়েছে দৃশ্যমানতা। বালি ব্রিজ থেকে বুর্জ খলিফা বা কলকাতা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এরকম মিমে ঢেকেছে সোশ্যাল মিডিয়া।

তবে এবার সত্যি সত্যিই দূষণমুক্তি এবং তার জেরে দৃশ্যমানতা বাড়ার প্রতিফলন দেখা গেল পঞ্জাবে। জলন্ধর থেকে দেখা গেল হিমাচল প্রদেশের ধৌলাধার পাহাড়! যা দেখে মুগ্ধ নেটিজেনরা। বাদ যাননি হরভজন সিংহও।



তারকা অফস্পিনার ট্যুইট করে উচ্ছ্বাস প্রকাশ করেন। হরভজন লেখেন, ‘জলন্ধরে আমার বাড়ির ছাদ থেকে ধৌলাধার পাহাড় আগে কখনও দেখিনি।’ সেই সঙ্গে তাঁর আক্ষেপ, ‘দূষণ প্রকৃতি মায়ের কী অবস্থা করেছে এর থেকেই বেশ উপলব্ধি করা যায়।’